আমর্ড ফোর্স ডে-তে আর সি-র বার্তা, ঘরে ঘরে উত্তোলিত হোক জাতীয় পতাকা

প্রতিবছর ৭ ডিসেম্বর ভারতে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে হিসাবে পালিত হয়ে আসছে। এই বারও চলছে তারই প্রস্তুতি। এই দিন ভারতীয় পতাকা, ব্যাচ, স্টিকার সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকেন ভারতীয় জওয়ানরা। আর এখান থেকে পাওয়া টাকা কাজে লাগান হয় সেনার উন্নতিতে।  ভারতীয় সেনার তিন বাহিনী রয়েছে বলেই সুরক্ষিত রয়েছি আমরা। নিরাপদে থাকতে পারছি। সেই কথা মনে করিয়ে দিয়ে  আর্মড ফোর্স ফ্ল্যাগ ডের দিন দেশবাসীর কাছে পতাকা কেনার আহ্বান জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। বিজেপির তরুণ এই সাংসদ দেশের উন্নতি ও অগ্রগতিতে সেনার অবদানের কথা স্মরণ করে দেশবাসীকে জওয়ানদের পাশে থাকার কথা মনে করিয়ে দেন।

/ Updated: Dec 05 2019, 07:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতিবছর ৭ ডিসেম্বর ভারতে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে হিসাবে পালিত হয়ে আসছে। এই বারও চলছে তারই প্রস্তুতি। এই দিন ভারতীয় পতাকা, ব্যাচ, স্টিকার সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকেন ভারতীয় জওয়ানরা। আর এখান থেকে পাওয়া টাকা কাজে লাগান হয় সেনার উন্নতিতে।  ভারতীয় সেনার তিন বাহিনী রয়েছে বলেই সুরক্ষিত রয়েছি আমরা। নিরাপদে থাকতে পারছি। সেই কথা মনে করিয়ে দিয়ে  আর্মড ফোর্স ফ্ল্যাগ ডের দিন দেশবাসীর কাছে পতাকা কেনার আহ্বান জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। বিজেপির তরুণ এই সাংসদ দেশের উন্নতি ও অগ্রগতিতে সেনার অবদানের কথা স্মরণ করে দেশবাসীকে জওয়ানদের পাশে থাকার কথা মনে করিয়ে দেন।