মুসলিম মহিলার চোখের জল মুছলেন কেরলের হিন্দু দেবতা মুত্থাপান
মুত্থাপান হল কেরলের এক এক হিন্দু দেবতা। কেরলের বেশ কিছু জায়গায় এই দেবতার পুজো হয়। বিষ্ণু এবং শিব মিলে এই দেবতার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। সানি পেরুভান্নান নামের এক ব্যক্তি মুত্থাপান সাজেন।
মুত্থাপান হল কেরলের এক এক হিন্দু দেবতা। কেরলের বেশ কিছু জায়গায় এই দেবতার পুজো হয়। বিষ্ণু এবং শিব মিলে এই দেবতার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। সানি পেরুভান্নান নামের এক ব্যক্তি মুত্থাপান সাজেন। তাঁরই একটি ভিডিও এখন ভাইরাল। ভিডিওয় এই ব্যক্তিকে মুসলিম মহিলার চোখের জল মোছাতে দেখা গিয়েছে। মুত্থাপান ওই মহিলাকে বলেন হিন্দু-মুসলিম সবাই এক। মন্দির, মসজিদ এবং গির্জা সব একই। ধর্মীয় ভেদাভেদ ভুলে তাঁর এই কাজের প্রশংসা করেছেন অনেকেই। প্রসঙ্গত, হামেশাই ধর্মীয় ভেদাভেদের ছবি ধরা পড়ে। তবে এবার একেবারে অন্যরকম ছবি ধরা পড়ল কেরালায়। সেখানেই হিন্দু দেবতার সাজে এক ব্যাক্তিকে দেখা গেল মুসলমান মহিলার চোখের জল মোছাতে। এই মুত্থাপান কেরলের এক দেবতা। কেরলের বিশেষ কিছু জায়গাতেই এই দেবতার পুজো হয়। কেরলের কান্নুর, কাসারগোড, কোঝিকোড়, মালাপুরম অঞ্চলে পুজো করা হয় মুত্থাপান-এর।