মকর সংক্রান্তিতে আকাশে উড়ল ঘুড়ি, কোনারকের সৈকতে উত্তরায়ণের আসর

ভারতের নানা প্রান্তে মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো অন্যতম রীতি। সেইমত ওড়িশার কোনারক সমুদ্র সৈকতে শুরু হয়েছে উত্তরায়ণ কাইট ফেস্টিভ্যাল। বড় থেকে ছোট সকলে মিলে নানা রঙের, নানা ধরনের ঘুড়ি  আকাশে উড়িয়ে মাতলেন উৎসবে। নানা ধরণের, রঙের ও আকৃতির ঘুড়িতে ভরে গেল কোনারক সৈকতের আকাশ। 

/ Updated: Jan 15 2020, 01:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারতের নানা প্রান্তে মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো অন্যতম রীতি। সেইমত ওড়িশার কোনারক সমুদ্র সৈকতে শুরু হয়েছে উত্তরায়ণ কাইট ফেস্টিভ্যাল। বড় থেকে ছোট সকলে মিলে নানা রঙের, নানা ধরনের ঘুড়ি  আকাশে উড়িয়ে মাতলেন উৎসবে। নানা ধরণের, রঙের ও আকৃতির ঘুড়িতে ভরে গেল কোনারক সৈকতের আকাশ। 

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মকর সংক্রান্তি বিশেষ সৌরদিন হিসেবে চিহ্নিত। মকর সংক্রান্ত থেকেই সূর্যের উত্তরায়ন শুরু হয়। সেই কারণে মকর সংক্রান্তিকে অনেক জায়গায় উত্তরায়ন উৎসবও বলা হয়।