মোদীর হাত ধরে গুজরাটে চোখ ধাঁধানো সায়েন্স সিটি, দেখে নিন ভিতরটা

গুজরাটে এবার পর্যটকদের আকর্ষণের নতুন কেন্দ্র সায়েন্স সিটি যেখানের মূল আকর্ষণ তিনটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি-র উদ্যোগে তৈরি হয়েছে এই বিশেষ স্থান। শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এই জায়গা।

/ Updated: Jul 16 2021, 07:43 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গুজরাটে এবার পর্যটকদের আকর্ষণের নতুন কেন্দ্র সায়েন্স সিটি যেখানের মূল আকর্ষণ তিনটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি-র উদ্যোগে তৈরি হয়েছে এই বিশেষ স্থান। প্রথম হল, অ্যাকোয়াটেক গ্যালারি যেখানে ১৮৮ প্রজাতির জলজ জীব রয়েছে।  মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পরে একে একে ১০টি ভিন্ন পরিবেশের জলজ জীব দেখবেন পর্যটকরা। অ্যাকোরিয়ামের মধ্যেই তৈরি ফাইভ-ডি থিয়েটার রয়েছে, যা আপনাকে জলের নীচের জীবন্ত অভিজ্ঞতার ছোঁয়া দেবে। এবার আসা যাক রোবোটিক গ্যালারিতে। ১১,০০০ স্কোয়ার মিটার এলাকা নিয়ে তৈরি হয়েছে এটি। এখানে বিভিন্ন ধরনের রোবোটিক টেকনোলজির মজা নিতে পারবেন পর্যটকরা। এর পর হল নেচার পার্ক। পরিবেশের সৌন্দর্য যেখানে প্রাণভরে উপভোগ করতে পারবেন পর্যটকরা।