বারাণসীর রাস্তায় মোদী, মোদীকে দেখতে রাস্তায় বাঁধভাঙা উচ্ছ্বাস
শুক্রবার বারাণসীতে রোড শো করেন নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল থেকেই রাস্তায় মানুষের ঢল ছিল দেখার মতো। জনসমুদ্র ঠেলেই সেখানে এগিয়ে চলে মোদীর রোড শো। রাতেও বারাণসীর রাস্তায় দেখা যায় মোদীকে। বারাণসী স্টেশনও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার বারাণসীতে রোড শো করেন নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল থেকেই রাস্তায় মানুষের ঢল ছিল দেখার মতো। জনসমুদ্র ঠেলেই সেখানে এগিয়ে চলে মোদীর রোড শো। রাতেও বারাণসীর রাস্তায় দেখা যায় মোদীকে। বারাণসী-তে চা-এ পে চর্চায় প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়। বারাণসী পান-এ মুখ ভেজাতেও দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। কাশির খাদিয়া ঘাটের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখেন তিনি। বারাণসী স্টেশনও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যান্টন রেলওয়ে স্টেশনের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখেন তিনি। প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উত্তরপ্রদেশ নির্বাচন। টানা প্রায় এক মাস ধরে নির্বাচন চলছে সেখানে। এখন শেষের পথে নির্বাচন। ৭ মার্চ রয়েছে শেষ দফা নির্বাচন। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা দেশের মানুষ। সেই দিনই নির্বাচন রয়েছে বারাণসীতে। শুক্রবার বারাণসীতে মোদীর প্রচার ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সেখানকার মানুষরাই এদিন সাফ জানালেন উত্তরপ্রদেশে আবারও ক্ষমতায় আসবে যোগী। এখন তবে ১০ মার্চ নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষা। সেই দিনই জানা যাবে আবারও ক্ষমতায় যোগী আসছে না অন্য কোনও দল।