ভারতীয় নৌ-সেনা, বায়ুসেনা ও সেনা বাহিনী এখন আরও শক্তিশালী, যা সতর্কবার্তা দিচ্ছে চিনকে
- ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারত
- এ যেন চিনকে সতর্কবার্তা ভারতের
- নৌ-সেনা, বায়ুসেনা ও সেনা বাহিনী এখন আরও শক্তিশালী
- এক নজরে দেখে নিন কি ভাবে শক্তি বাড়াচ্ছে ভারত
আরও শক্তি বাড়াচ্ছে ভারত। চিনকে কোণ ঠাসা করতেই একের পর এক নতুন পরিকল্পনা করছে ভারত। সেই সঙ্গেই নিজেদের শক্তি ক্রমশ বাড়াচ্ছে এই দেশ। কিছু দিন আগেই ভারতের মাটি স্পর্শ করেছে রাফাল যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যচটি। মোট তিনটি রাফাল যুদ্ধ বিমান এল ভারতে। ফ্রান্স থেকে উড়ে এসেছে এই যুদ্ধ বিমান গুলি। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বুধবারে এই খবরটি জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। ফ্রান্স থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে কেনা হচ্ছে এই বিমান গুলি। মোট ৩৬ টি বিমান কেনার চুক্তি হয়েছে ভারতের সঙ্গে ফ্রান্সের। প্রায় ২৩ বছর আগে ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। যার ৫ টি বিমান এসেছে গত জলুই মাসে। এবার আরও ৩ টি বিমান এল ভারতে। সাত হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে এসেছে এই বিমান গুলি। ২০২৩ সালের মধ্যে সব কটি বিমান ভারতে চলে আসবে যা আরও শক্তিশালী করে তুলবে ভারতকে। অন্যদিকে কিছু দিন আগেই বঙ্গপসাগরে অনুষ্ঠিত হল মালাবার নৌ-মহড়া। অন্যদিকে ভারতের সেনা বাহিনীও নিজেদের প্রস্তুত করছে। ভারতের এই তিন বাহিনীই ক্রমশ নিজেদের আরও শক্তিশালী করে তুলছে। সব মিলিয়েই ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারত।