রোবো লেডি চম্পা, চামেলি মাতাচ্ছে রেস্তোরাঁ, দেখুন ভিডিও

ওড়িশার রাজধানী ভূবনেশ্বরে সম্প্রতি উদ্বোধন হয়েছে নতুন এক রেস্তোরাঁর। যেখানে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে দুই যান্ত্রমানব চম্পা ও চামেলিকে। খাবারের অর্ডারও তুলছে দুজনে। পূর্ব ভারতের রোব শেফ-ই প্রথম রেস্তোরাঁ যেখানে রোবটরা রয়েছে পরিবেশকের ভূমিকায়। রেস্তোরাঁর কর্ণধার জিত বাশা জানান, পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই দুটি রোবট। রেস্তোরাঁয় আসা অতিথিদের আপ্যায়নের পাশাপাশি কথাও বলছে চম্পা ও চামেলি। এমনকি উড়িয়া ভাষাতেও সমান সাবলীল তারা। মার্কিন মুলুকে দেখে আসা রোবট রেস্তোরাঁ থেকে অনুপ্রানিত হয়েই রোব শেফ তৈরি করেছেন এক উড়িয়া ইঞ্জিনিয়ার। এখানে খেতে এসে রোবট পরিবেশক দেখে বেজায় খুশি খুদেরাও। 

/ Updated: Oct 17 2019, 01:40 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ওড়িশার রাজধানী ভূবনেশ্বরে সম্প্রতি উদ্বোধন হয়েছে নতুন এক রেস্তোরাঁর। যেখানে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে দুই যান্ত্রমানব চম্পা ও চামেলিকে। খাবারের অর্ডারও তুলছে দুজনে। পূর্ব ভারতের রোব শেফ-ই প্রথম রেস্তোরাঁ যেখানে রোবটরা রয়েছে পরিবেশকের ভূমিকায়। রেস্তোরাঁর কর্ণধার জিত বাশা জানান, পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই দুটি রোবট। রেস্তোরাঁয় আসা অতিথিদের আপ্যায়নের পাশাপাশি কথাও বলছে চম্পা ও চামেলি। এমনকি উড়িয়া ভাষাতেও সমান সাবলীল তারা। মার্কিন মুলুকে দেখে আসা রোবট রেস্তোরাঁ থেকে অনুপ্রানিত হয়েই রোব শেফ তৈরি করেছেন এক উড়িয়া ইঞ্জিনিয়ার। এখানে খেতে এসে রোবট পরিবেশক দেখে বেজায় খুশি খুদেরাও।