চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন, এল জোড়া পশুরাজ
এক জোড়া সিংহের আমদানি হল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বন বিহার ন্যাশনাল পার্কে। ছত্তিশগড়ের বিলাসপুরের কানন পেন্ডারি জুলজিক্যাল পার্ক থেকে আনা হয়েছে এই দুই সিংহকে।
এক জোড়া সিংহের আমদানি হল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বন বিহার ন্যাশনাল পার্কে। ছত্তিশগড়ের বিলাসপুরের কানন পেন্ডারি জুলজিক্যাল পার্ক থেকে আনা হয়েছে এই দুই সিংহকে। বিলাসপুরের চিড়িয়াখানাতেই জন্ম এই দু'টির। দুটো সিংহেরই বয়স ৪ বছর। আপাতত সুস্থই রয়েছে তারা। খুব শীঘ্রই পরিবেশের সঙ্গে সিংহ দুটি মানিয়ে নেবে বলে আশা বন বিহার ন্যাশনাল পার্কের কর্মীদের। আপাতত এই চিড়িয়খানায় আরও ৪টি সিংহ রয়েছে। সার্কাস থেকে উদ্ধার করা হয়েছিল তাদের। নতুন দুই অতিথি আসার চিড়িয়খানায় দর্শকদের আগমন আরও বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের।