ইতিহাসকে সাক্ষী করে ভূবনেশ্বর মেতেছে বৈঠা বন্দনায়, জানুন এই রীতি
ছোট, ছোট নৌকা, আর তা ভাসাতেই পুকুরে ভিড় জমিয়েছেন ভূবনেশ্বরের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এই রীতি চলে আসছে শহরে। প্রাচীন কালে সমুদ্র বাণিজ্যে নাম করেছিল ওড়িশা। অতীতের সেই গৌরবকে মনে রেখে আজও জলে নৌকা ভাসান এই রাজ্যের মানুষজন। যার আনুষ্ঠানিক নাম 'বৈঠা বন্দনা'। কার্তিক পূর্মার দিন প্রতিবছর পালিত হয় এই রীতি। এই বছরও অন্যথা হয়নি সেই নিয়মের।
ছোট, ছোট নৌকা, আর তা ভাসাতেই পুকুরে ভিড় জমিয়েছেন ভূবনেশ্বরের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এই রীতি চলে আসছে শহরে। প্রাচীন কালে সমুদ্র বাণিজ্যে নাম করেছিল ওড়িশা। অতীতের সেই গৌরবকে মনে রেখে আজও জলে নৌকা ভাসান এই রাজ্যের মানুষজন। যার আনুষ্ঠানিক নাম 'বৈঠা বন্দনা'। কার্তিক পূর্মার দিন প্রতিবছর পালিত হয় এই রীতি। এই বছরও অন্যথা হয়নি সেই নিয়মের।