Cheetahs In India : জঙ্গল সাফারির বেশে মোদি, খাঁচা খুলে ছাড়লেন ৮ চিতাকে

নামিবিয়া থেকে ভারতের মাটিতে নামল আট চিতা। বি-৭৪৭ জাম্বো জেট প্লেনে করে মধ্যপ্রদেশে পৌঁছল চিতাগুলি। সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে তাদের মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়। শনিবারই চিতাগুলিকে অরণ্যে ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

/ Updated: Sep 17 2022, 02:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৯৫০ সালের পর ফের দেশে ফিরছে চিতা। প্রধানমন্ত্রীর উদ্যোগে সূদুর নামিবিইয়া থেকে আনা হবে আটটি চিতা। ১৯৫০-এর দশকে ভাতর থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তাই ভারতে চিতার পর্যাপ্ত বংশবৃদ্ধি করতে এই বিশেষ উদ্যোগ। নামিবিয়া থেকে এসে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে ঠাঁই পায়ে এই চিতাগুলি। ‘প্রজেক্ট চিতা’ সফল করতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ বিমানের। 

Read more Articles on