নারী শক্তি পুরস্কার প্রাপ্তদের সঙ্গে মোদীর সাক্ষাৎ
৮ মার্চ দিনটি নারী দিবস হিসাবে পালিত হয়। নারী শক্তি পুরস্কার প্রাপ্তদের সঙ্গে মোদীর সাক্ষাৎ। সোমবার পুরস্কার প্রাপ্তদের সঙ্গে কথা বলেন মোদী। একে একে সকলের সঙ্গেই কথাও বলেন মোদী।
৮ মার্চ দিনটি নারী দিবস হিসাবে পালিত হয়। প্রতি বছর এই দিনটি নারী দিবস হিসাবে পালিত হয়। এবার এই বিশেষ দিনের ঠিক এক দিন আগেই নারী শক্তি পুরস্কার প্রাপ্তদের সঙ্গে মোদীর সাক্ষাৎ। সোমবার পুরস্কার প্রাপ্তদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। একে একে সকলের সঙ্গেই কথাও বলেন মোদী। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নারী শক্তি পুরস্কার বিজয়ীদের সঙ্গে কথা বলেন। 'নারী শক্তি পুরস্কার' হল নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি উদ্যোগ যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবে উদযাপন করতে এই পুরস্কার দেওয়া হয়। সবমিলিয়ে ২৮টি পুরস্কার ২৯ জনকে প্রদান করা হয়েছে তাদের ব্যতিক্রমী কাজের স্বীকৃতিস্বরূপ, বিশেষ করে দুর্বল এবং প্রান্তিক মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশিষ্ট পরিষেবা প্রদানের জন্য। ২০২১ সালের নারী শক্তি পুরস্কারের বিজয়ীরা যারা হয়েছেন তাঁদের সকলে ভাষাবিজ্ঞান, উদ্যোক্তা, কৃষি, সমাজকর্ম, চারু ও কারুশিল্প, মার্চেন্ট নেভি, এসটিইএমএম, শিক্ষা ও সাহিত্য, অক্ষমতার অধিকার ইত্যাদি ক্ষেত্র থেকে।