'১০-১৫ বছরে বড় পরিবর্তন আসতে চলেছে উত্তর প্রদেশে', বারাণসী থেকে ঘোষণা মোদী-র

বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীর বিশিষ্ট মানুষদের সঙ্গে দেখা করেন মোদী। 'বারাণসীর মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে', জানান মোদী। 'আগে উত্তরপ্রদেশে একই সরকার বেশিদিন থাকেনি'। 'মানুষ সব সময়েই উন্নয়নের সরকার চেয়ে এসেছে'। 'উত্তরপ্রদেশে সব থেকে বেশি সময়কাজ করার সুযোগ পেয়েছি'। '১০-১৫ বছরে বড় পরিবর্তন আসতে চলেছে উত্তর প্রদেশে'। তাঁর কাজে মানুষকে পাশে চাইলেন মোদী।

/ Updated: Mar 05 2022, 07:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রায় এক মাস পর অবশেষে শেষ হতে চলেছে উত্তরপ্রদেশ নির্বাচন। আর এক দফা নির্বাচন রয়েছে। ৭ মার্চ রয়েছে শেষ দফা নির্বাচন। শেষ অর্থাৎ সপ্তম দফায় বারাণসীতে রয়েছে নির্বাচন। বারাণসীতে নির্বাচনের আগে সেখানে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোর কদমে সেখানে চলে প্রচার। শুক্রবার সেখানে প্রধানমন্ত্রী রোড শো করেন। সেখানকার রাস্তায় দেখা যায় নরেন্দ্র মোদীকে। সেখানকার মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। বারাণসীতে গিয়ে বারাণসীর পানও খেতে দেখা যায় তাঁকে। শনিবার বারাণসীর বিশিষ্ট মানুষদের সঙ্গে দেখা করেন মোদী। 'বারাণসীর মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে নরেন্দ্র মোদীর', জানান মোদী। 'আগে উত্তরপ্রদেশে একই সরকার বেশিদিন থাকেনি'। 'মানুষ সব সময়েই উন্নয়নের সরকার চেয়ে এসেছে'। 'উত্তরপ্রদেশে সব থেকে বেশি সময়কাজ করার সুযোগ পেয়েছি'। '১০-১৫ ছরে বড় পরিবর্তন আসতে চলেছে উত্তর প্রদেশে'। তাঁর কাজে মানুষকে পাশে চাইলেন মোদী।

Read more Articles on