ঠিক যেন চুলবুল পান্ডে, জনবহুল রাস্তায় ফিল্মি কায়দায় চোরকে ধাওয়া করে ধরল পুলিশ, ভিডিও ভাইরাল

জনবহুল রাস্তার মধ্যে দিয়েই চোরকে ধাওয়া পুলিশের। এক ঝলক দেখলে মনে হবে ঠিক যেন কোনও সিনেমা। সিনেমা নয়, বাস্তবেই দেখা গেল এমন ছবি। এক ফোন চোরকে ধাওয়া পুলিশের। ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার মুহূর্তের ভিডিও।

Share this Video

বাংলা হোক বা হিন্দি, সিনেমায় আমরা হামেশাই দেখাযায় চোরকে ধাওয়া করে নিয়ে গিয়ে ধরছে কোনও পুলিশ। বাংলা শত্রু বা হিন্দিতে দাবাং বা সিংঘম। এই সব ছবিতেই এমন দৃশ্য দেখেছেন দর্শকরা। ছবিতে এমন মুহূর্ত দেখতে অভ্যস্ত সকলেই তবে এবার এমনটাই দেখা গেল বাস্তবে। জনবহুল রাস্তার মধ্যে দিয়েই চোরকে ধাওয়া পুলিশের। এক ঝলক দেখলে মনে হবে ঠিক যেন কোনও সিনেমা। সিনেমা নয়, বাস্তবেই দেখা গেল এমন ছবি। এক ফোন চোরকে ধাওয়া পুলিশের। ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার মুহূর্তের ভিডিও। ধাওয়া করে শেষমেশ চোরকে ধরে ফেলে পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ফোনও। ভাইরাল হয়ে যায় ঘটনার মুহূর্তের ভিডিও। পুলিশ অফিসার বরুণ আলভা এর জন্য পুরষ্কৃতও হয়েছেন। বরুণ আলভা এবং তাঁর দল ১০ হাজার টাকা পুরষ্কার পেয়েছেন। 

Related Video