'আসুন কোভিড ফ্রি ভারতবর্ষ বানাই', টিকা নিয়ে করোনা মুক্ত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী
Mar 1, 2021, 11:18 AM IST
করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লির এইমসে গিয়ে তিনি টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানান তাঁর টিকাকরণের কথা। তিনি টুইটে জানিয়েছেন, ' এইমস গিয়ে করোনা টিকার প্রথম ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে বিশ্বের লড়াইকে শাক্তিশালী করার জন্য যেভাবে আমাদের চিকিৎসকরা এবং বিজ্ঞানীদের লড়াই করেছেন তা বিশেষ উল্লেখযোগ্য।' পাশাপাশি তিনি সাধারণ মানুষকে করোনা টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, 'আসুন আমরা সবাই একসঙ্গে কোভিড মুক্ত ভারতবর্ষ গড়ে তুলি'।