Asianet News BanglaAsianet News Bangla

টিকটকের পর এবার পাবজি, ভারতে নিষিদ্ধ হল মোট ২২৪ টি চিনা অ্যাপ

Sep 3, 2020, 7:30 PM IST

টিকটক হারানোর দুঃখ কাটতে না কাটতেই আরও একটি পছন্দের অ্যাপকে বিদায় জানানোর পালা। টিকটকের পর এবার বন্ধ হচ্ছে পাবজি। ভারতে অনলাইন গেম পাবজির খেলোয়াডর সংখ্যা প্রায় ৩৩ মিলিয়ন। এবার সেই পাবজি সহ মোট ১১৮টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। এর আগে টিকটিক সহ ৫৯টি চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আপাতত মোট ২২৪ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে। কিছু দিন ধরেই নানান অভিযোগ আসছিল। ফোন থেকে তথ্য চুরি হচ্ছে বলে দাবি ছিল অনেকেরই। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় বন্ধ হয়েছে অ্যাপগুলি। 
 

Video Top Stories