সোশ্যাল মিডিয়ায় এখন বিখ্যাত পুনের এক সাফাইকর্মী, কেন তা জানতে দেখুন এই ভিডিও


গত ২৫ বছর ধরে পুনে পুরসভায় সাফাইকর্মী  হিসাবে  কাজ করছেন মহাদেব যাদব। কাজ করতে করতে গানও করেন তিনি। আর তাঁর এই গানই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করে তুলেছে  মহাদেব যাদবকে। গত ২৫ বছর ধরে পুনের পথ-ঘাট নিয়মিত পরিস্কার করে চলেছেন তিনি। আর সবটাই তিনি করেন গান গাইতে -গাইতে। লোকে যাতে বাড়ির চারপাশ পরিস্কার রাখেন সেই বার্তাও গানের মাধ্যমেই দেন মহাদেব। তার এই কাজের পদ্ধতি পুনেবাসীর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মহাদেবকে জনপ্রিয় করে তুলেছে। 
 

Share this Video


গত ২৫ বছর ধরে পুনে পুরসভায় সাফাইকর্মী হিসাবে কাজ করছেন মহাদেব যাদব। কাজ করতে করতে গানও করেন তিনি। আর তাঁর এই গানই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করে তুলেছে মহাদেব যাদবকে। গত ২৫ বছর ধরে পুনের পথ-ঘাট নিয়মিত পরিস্কার করে চলেছেন তিনি। আর সবটাই তিনি করেন গান গাইতে -গাইতে। লোকে যাতে বাড়ির চারপাশ পরিস্কার রাখেন সেই বার্তাও গানের মাধ্যমেই দেন মহাদেব। তার এই কাজের পদ্ধতি পুনেবাসীর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মহাদেবকে জনপ্রিয় করে তুলেছে। 

Related Video