পঞ্জাবে এগিয়ে আপ, আনন্দে নাচে মজলেন আপ-এর সমর্থকরা
পঞ্জাবে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির সমর্থকরা মেতেছেন আনন্দে। আম আদমি পার্টির সমর্থকরা রাস্তায় নাচে মজেছেন। চূড়ান্ত ফল না এলেও ইতিমধ্যেই আনন্দে মেতেছেন সকলে।
পঞ্জাবে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির সমর্থকরা মেতেছেন আনন্দে। একাধিক জায়গায় আপ প্রার্থীদের জয়ের খবর উঠে আসছে। সেই আনন্দেই মেতেছে আম আদমি পার্টির সমর্থকরা। আম আদমি পার্টির সমর্থকরা রাস্তায় নাচে মজেছেন। চূড়ান্ত ফল না এলেও ইতিমধ্যেই আনন্দে মেতেছেন সকলে। প্রসঙ্গত, পাঁচ রাজ্যে বিধানসভা (Assembly Elecytion) ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ। সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছে ভোট গণনা। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) এবং গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। পঞ্জাবেও সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছে গণনা। সেখানে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। সেখানে কংগ্রেসকে (Congress) পিছনে ফেলে এগিয়ে আম আদমি পার্টি। পঞ্জাবে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। তবে আর ৪ রাজ্যের অধিকাংশ জায়গায়ই এগিয়ে রয়েছে বিজেপি। মোট ৭ দফায় ভোট হয়েছিল উত্তরপ্রদেশে।