এক সময় কৃষি আইন বদলের দাবি জানিয়েছিল, এখন সেই রাহুল-সোনিয়ার গলায় অন্য সুর
- মোদী সরকারের ৩টি কৃষি বিল নিয়ে সোচ্চার কংগ্রেস
- এক সময় কংগ্রেস এই কৃষি আইন বদলের জন্য উঠেপড়ে লেগেছিল
- উৎপাদিত ফসল সরাসরি বিক্রি করতে পারলেই উন্নয়ন সম্ভব
- এখন তারাই কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন
মোদী সরকারের আনা তিনটি কৃষি বিলের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। কিন্তু একটা সময় ছিল কংগ্রেস কৃষি আইন বদলের জন্য উঠেপড়ে লেগেছিল। সেই সময় কংগ্রেসের দাবি ছিল কৃষকদের উন্নয়ন তখনই সম্ভব যখন তারা সরাসরি নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে। রাহুল গান্ধী থেকে সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও একই সুরে কথা বলেছিলেন। তাঁরে এফডিআই নিয়েও সওয়াল করেছিলেন। আর এখন তাঁরা মোদী সরকারের আনা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন।