Asianet News BanglaAsianet News Bangla

শীতের মরশুমে বৃষ্টিতে ভিজছে পুদুচেরি, দেখুন ভিডিও

Nov 22, 2019, 3:34 PM IST

সকাল থেকেই প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই পুরোপুরি জীনজীবন বিপর্যস্ত পুদুচেরির। একদা ফরাসি এই উপনিবেশের বিভিন্ন জায়গায় চলছে ভারি বৃষ্টি। আর তাতেই আটকে পড়েছে শহরের গতি। রাস্তা ঘাটে যান চলাচল চলছে ধীর গতিতে। বৃষ্টির জেরে কমেছে সৈকত শহরের তাপমাত্রার পারদও।

দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত হওয়ায় পুদুচেরিতে তেমন ভাবে শীত কোনও বারেই পড়ে না। তবে এই মরশুমে শীতেই বৃষ্টির স্বাদ পেলেন পুদুচেরির বাসিন্দারা। 

Video Top Stories