বর্ষা বিদায় নিলেও বদলালো না চিত্র, ফের বানভাসি মুম্বই

খাতায় কলমে দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা, কিন্তু বৃষ্টি থেকে রেহাই নেই মুম্বইবাসীর। সোমবার ছিল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোট মিটতেই ঝাঁপিয়ে নামল ঝড়-বৃষ্টি। 

Share this Video


খাতায় কলমে দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা, কিন্তু বৃষ্টি থেকে রেহাই নেই মুম্বইবাসীর। সোমবার ছিল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোট মিটতেই ঝাঁপিয়ে নামল ঝড়-বৃষ্টি। ঘণ্টা খানেকের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ে বাণিজ্য নগরীর বেশকিছু রাস্তা। ফলে ফের একবার বিপাকে পড়েন সাধারণ মানুষ। চলতি বছর বর্ষায় মুম্বই সহ মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টি হয়েছে । যার জন্য বন্যা পরিস্থিত তৈরি হয়েছিল। জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল। স্কুল কলেজ থেকে অফিস কাছারি সব বন্ধ রাখতে হয়। বর্ষা বিদয়া নিলেও স্থানীয় মেঘ জমে ফের একবার বৃষ্টিতে নাকাল হতে হল মুম্বইবাসীকে।

Related Video