বাবরি মামলার ফোকাসে ছিলেন আডবাণী ও মুরলিমনোহর, কী প্রতিক্রিয়া দিলেন তাঁরা

  • অবশেষে রায় ঘোষণা বাবরি মসজিদ ধ্বংস মামলার
  • বুধবার ঘোষণা হয় এই রায়
  • তাই নিয়েই প্রতিক্রিয়া জানালেন লালকৃষ্ণ আডবাণী ও মুরলি মনোহর জোশী 
  • এক নজরে দেখেনিন কি বললেন তাঁরা
     

Share this Video

প্রায় তিন দশক ধরে চলেছে বাবরি মসজিদ ধ্বংস মামলা। এবার তারই রায় ঘোষণা হল। বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট অভিযুক্ত ছিলেন ৪৯ জন। যার মধ্যে এখন মারা গিয়েছেন অনেকেই। তবে অভিযুক্তদের মধ্যে জীবিত আছেন ৩২ জন। এই মামলার রায়ে তারাই এবার বেকাসুর খালাস পেলেন। এই মামলার অভইযুক্তদের লিস্টে নাম ছিল লালকৃষ্ণ আডবাণী ও মুরলি মনোহর জোশীর। বেকসুর খালাস পেয়েই রায়কে ঐতিহাসিক বলে জানিয়েছেন মুরলি মনোহর জোশী। লালকৃষ্ণ আডবাণী বলেছেন 'আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, স্পেশাল কোর্ট যেভাবে রায় দিয়েছে তাতে আমাদের খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।' এছাড়াও বেকসুর খালাস পেয়েই কংগ্রেসকে আক্রমণ সাক্ষী মহারাজের, বললেন 'কংগ্রেসের চক্রান্তেই ফেঁসেছিলাম, অবশেষে সত্যের জয় হয়েছে'। 


Related Video