UP Elections 2022: 'বিজেপির সঙ্গে মানুষের আশির্বাদ রয়েছে'- উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে আশাবাদী ব্রজেশ পাঠক

বেজে গিয়েছে উত্তরপ্রদেশ ভোটের দামামা। পাখির চোখ এখন উত্তরপ্রদেশ নির্বাচন। উত্তরপ্রদেশ নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিদিনই নানান নতুন ঘটনা সামনে আসছে। সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন মুলায়েম সিং যাদবের পুত্রবধূ।

/ Updated: Jan 21 2022, 06:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেজে গিয়েছে উত্তরপ্রদেশ ভোটের দামামা। পাখির চোখ এখন উত্তরপ্রদেশ নির্বাচন। উত্তরপ্রদেশ নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিদিনই নানান নতুন ঘটনা সামনে আসছে। সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন মুলায়েম সিং যাদবের পুত্রবধূ। এই নিয়েই উত্তাল এখন রাজনীতি। উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে এশিয়ানেটের মুখোমুখি ব্রজেশ পাঠক। 'বিজেপি পুরোপুরি তৈরি রয়েছে ভোটের জন্য'- ব্রজেশ পাঠক। আইনমন্ত্রী ব্রজেশ পাঠকও বিজেপিকেই এগিয়ে রাখল উত্তরপ্রদেশ নির্বাচনে। তিনি জানান উত্তরপ্রদেশের মহিলাদের জন্য অনেক উন্নয়ন করেছে বিজেপি। বিজেপির প্রশংসা করে তিনি বলেন উত্তরপ্রদেশে মহিলারা এখন অনেক নিরাপদ, বিজেপির পাশে সবাই আছে। বিজেপির সঙ্গে মানুষের আশির্বাদ রয়েছে, বললেন ব্রজেশ। প্রসঙ্গত, দরজায় কড়া নাড়ছে এখন উত্তরপ্রদেশ নির্বাচন। ফেব্রুয়ারি মাসেই রয়েছে মোট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশেও রয়েছে নির্বাচন। মোট ৭ দফায় নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে তার প্রস্তুতি। উত্তরপ্রদেশে কে জয়ী হবে তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।