ম্যানহোল পরিস্কারে এবার পথে নামল রোবট, দেখুন ভিডিও
কোয়েম্বাটোরের রাস্তায় আজকাল দেখা যাচ্ছে নতুন এক ছবি। রাস্তার ধারে ম্যানহোল পরিস্কার করতে দেখা যাচ্ছে রোবটকে। অনেক সময়ই ম্যানহোল পরিস্কার করতে গিয়ে বিপদের সম্মুখীন হন শ্রমিরকা। সেই বিপদ এড়াতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে কোয়েম্বাটোর পুরসভা। ম্যানহোলের ২০ ফুট গভীরে ঢুকে সাফাই কাজ করছে এই রোবট, এমনকি নীচে বিষাক্ত গ্যাস রয়েছে কিনা তারও সন্ধান দিচ্ছে। সুপ্রিম কোর্ট আগেই ম্যানহোলে শ্রমিকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।
কোয়েম্বাটোরের রাস্তায় আজকাল দেখা যাচ্ছে নতুন এক ছবি। রাস্তার ধারে ম্যানহোল পরিস্কার করতে দেখা যাচ্ছে রোবটকে। অনেক সময়ই ম্যানহোল পরিস্কার করতে গিয়ে বিপদের সম্মুখীন হন শ্রমিরকা। সেই বিপদ এড়াতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে কোয়েম্বাটোর পুরসভা। ম্যানহোলের ২০ ফুট গভীরে ঢুকে সাফাই কাজ করছে এই রোবট, এমনকি নীচে বিষাক্ত গ্যাস রয়েছে কিনা তারও সন্ধান দিচ্ছে। সুপ্রিম কোর্ট আগেই ম্যানহোলে শ্রমিকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।