সত্যি কি আর নেই নবীন, কাতর প্রশ্ন দাদার

খাড়কিভে গোলাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। নিহত কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। ভারত সরকারের আধিকারিকের সঙ্গে কথপকথন মৃতের দাদার। সত্যি কি মৃত্যু হয়েছে নবীনের, প্রশ্ন দাদার।

/ Updated: Mar 01 2022, 06:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্রমশ ভয়াবহ পরিস্থিত হচ্ছে ইউক্রেনে। ইতিমধ্যে সেখান থেকে দেশে ফিরেছে বহু ভারতীয়। সেখানে এখনও আটকে রয়েছে বহু বাঙালি। মঙ্গলবারই সেখান থেকে এসেছে এক মর্মান্তিক খবর। খাড়কিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। নিহত যুবক কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। ডাক্তারি পড়তে সেখানে গিয়েছিল নবীন। মৃত্যুর খবর আসার পরেই ভারত সরকারের এক আধিকারিকের সঙ্গে কথপকথন হয় মৃতের দাদার। এশিয়ানেটের হাতে এক্সক্লুসিভ সেই ফোনো। সত্যি কি মৃত্যু হয়েছে নবীনের, প্রশ্ন নবীনের দাদার। বাইরে বাজার করতে গিয়ে মৃত্যু হয় নবীনের, এমনটাই জানাচ্ছেন ভারত সরকারের এক আধিকারিক। তাঁদের কথপকথনের মধ্যে এমনই নানান কথা উঠে এসেছে। কবে নবীনের দেহ পাবে তাঁর পরিবার, প্রশ্ন নবীনের দাদার। নবীনের দেহ আপাতত মর্গে রয়েছে, এমনটাই জানা গিয়েছে। 'যুদ্ধ চলছে কবে তাঁর দেহ দেশে ফিরবে তা জানা নেই'। যত শীঘ্র সম্ভব তাঁর দেহ দেশের আনার চেষ্টা চলছে বলেও শোনা যায়।