সীমান্তে ফের পাকিস্তানের গোলা, ধ্বংস করল ভারতীয় সেনা

ফের একবার যুদ্ধবিরতি লঙ্ঘন প্রতিবেশী পাকিস্তানের।  লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে  জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরের রাজৌরিতে এসে পড়েছিল পাক বাহিনীর ছোড়া শেল। তবে তৎপরতার সঙ্গে সেই শেল ধ্বংস করে দেয় ভারতীয় বাহিনীর জওয়ানরা।

Share this Video

ফের একবার যুদ্ধবিরতি লঙ্ঘন প্রতিবেশী পাকিস্তানের। লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরের রাজৌরিতে এসে পড়েছিল পাক বাহিনীর ছোড়া শেল। তবে তৎপরতার সঙ্গে সেই শেল ধ্বংস করে দেয় ভারতীয় বাহিনীর জওয়ানরা।

কোনওরকম প্ররোচনা ছাড়াই মাঝে মধ্যেই কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে গোলা-গুলি ছুড়ে চলেছে পাক বাহিনী। মঙ্গলবার আখনুর সেক্টরেও যুদ্ধ বিরোতি লঙ্ঘন করে পাক সেনা। তবে প্রতিবারই পাক বাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। 

Related Video