একনজরে টুকরো খবর, যা দেবে সারা দিনের নিউজ আপডেট
- সারা দিন ধরে ঘটে চলা একের পর এক ঘটনা
- একনজরে খবরের দৌড়
- দিল্লি থেকে কলকাতা ও রাজ্য এক ফ্রেমে
- টুকরো টুকরো খবরে পেয়ে যাওয়া নিউজ আপডেট
জনসংঘের প্রতিষ্ঠা থেকেই ৩৭০ ধারার অবলুপ্তি দাবি জানানো হয়েছিল। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের এই বিশেষ মর্যাদার অবলুপ্তির দাবিতেই ১৯৫৩ সালে কাশ্মীর সরকারের আইন ভেঙে সে রাজ্যে প্রবেশ করে গ্রেফতার হয়েছিলেন। এর পরে কাশ্মীরে থাকাকালীনই রহস্যময় মৃত্যু হয় তাঁর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্লোগান তুলেছিলেন এক দেশে দুই আইন, দুই প্রধানমন্ত্রী এবং দুই পতাকা চলবে না। পরবর্তী সময়ে বিজেপি-র জন্মলগ্ন থেকেই ৩৭০ ধারা প্রত্যাহারের দাবিতে সরব ছিলেন দলের নেতারা। কিন্তু এর আগে বাজপেয়ী সরকার বা প্রথম মোদী সরকারের আমলে তা করা সম্ভব হয়নি।