Asianet News BanglaAsianet News Bangla

বায়ুসেনা দিবসে বায়ুসেনা দলের বিশেষ পোস্ট সোশ্যাল মিডিয়ায়, কি আছে সেই ভিডিওতে দেখে নিন

Oct 8, 2020, 11:26 AM IST

প্রতি বছর ৮ অক্টোবর দিনটি বায়ু সেনা দিবস হিসাবে পালিত হয়। বায়ুসেনাদের শ্রদ্ধা জানাতে ওই দিনটিতে বিশেষ ভাবে পালিত হয়। আর ওই দিনই বায়ুসেনা দলের বিশেষ পোস্ট সোশ্যাল মিডিয়ায়। বায়ুসেনা দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। সেখানে শোনা যাচ্ছে বায়ুসেনাদের একটি বিশেষ গান। আর সেই সঙ্গেই ফুটে উঠেছে বায়ুসেনা দলের অক্লান্ত পরিশ্রমের ছবি। দেশকে রক্ষা করতে সব সময়েই প্রস্তুত তারা। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা আমাদের দেশকে রক্ষা করে চলেছে সব সময়েই। আর এই ভিডিওর মধ্যে দিয়েই ফুটে উঠেছে দেশের জন্য তাদের ত্যাগের ছবি।    

Video Top Stories