আত্মার আত্মীয় সুষমা, একনজরে ফিরে দেখা তাঁর বর্ণময় জীবন

  • প্রয়াত হলেন সুষমা স্বরাজ
  • মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর 
  • মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মোদীকে টুইট
  • ৩৭০ ধারা বিলোপে ধন্যবাদ জানিয়ে টুইট করেন
/ Updated: Aug 07 2019, 04:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুরো নাম- সুষমা স্বরাজ, জন্ম- ১৪ ফেব্রুয়ারি, ১৯৫২, আম্বালা ক্যান্টনমেন্ট, বাবা- হরদেব শর্মা, মা শ্রীমতি লক্ষ্মীদেবী, স্বামী- স্বরাজ কৌশল, আদি বাসস্থান- লাহোর, পাকিস্তান। পেশাগত জীবন- সুপ্রিম কোর্টের আইনজীবী, রাজনীতির হাতেখড়ি- ১৯৭০ সালে, এবিভিপি-র সদস্য হিসাবে, ১৯৭৫- জর্জ ফার্নান্ডেজের রাজনৈতিক লিগাল টিমের সদস্য হন,  জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের শরিক হয়েছিলেন। জরুরি অবস্থার পরে বিজেপি-তে যোগদান, বিধায়ক- ১৯৭৭-৮২-হরিয়ানা বিধানসভা, ২৫ বছর বয়সে আম্বালা ক্যান্টনমেন্ট বিধানসভা আসনে জয়, ১৯৮৭-৯০ সালেও আম্বালা ক্যান্টনমেন্ট আসনের বিধায়ক ছিলেন। ১৯৯৮ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েও কিছুদিন পরে পদত্যাগ করেন দল হেরে যাওয়ায়, ১৯৯০ সালে প্রথমবার রাজ্যসভায় সাংসদ হন তিনি।