Asianet News BanglaAsianet News Bangla

দৃষ্টিহীনদের হাতেই দীপাবলির রোশনাই, দেখুন ভিডিও

Oct 15, 2019, 10:29 AM IST

দীপাবলিতে সবার ঘরে জ্বলবে আলো, উৎসবে মাতবে গোটা দেশ। তারজন্য প্রদীপ তৈরি করছেন আহমেদাবাদের এক  হোমের কয়েকজন  আবাসিক, যাদের নিজের জীবনেই কালো অন্ধকারে ঢাকা। দৃষ্টিহীন এই আবাসিকরা অবশ্য মানুষের জীবনকে আলোকিত করতে পেরেই খুশি। প্রতিবারই সকলে মিলে তাই প্রদীপ তৈরি করেন তাঁরা। 
 

Video Top Stories