তুষারপাত শুরু হিমাচলে, বরফে ঢেকেছে লাহুল ও স্পিতি, দেখুন নৈসর্গিক সৌন্দর্য্য

হিমাচলপ্রদেশ মানেই ছবির মত সুন্দর এক জায়গা। এখানকার পাহাড়ি শহরগুলির গুলির সৌন্দর্য্যের টানে প্রতিবছর  আসেন বহু পর্যটক। এবার শীতের মরশুম শুরু না হতেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে হিমাচলের পার্বত্য এলাকায়। ইতিমধ্যে বরফে ঢেকেছে রোটাং পাস। এবার পালা লাহুল ও স্পিতির। ইতমধ্যে দুধ সাদা বরফে ঢেকে গিয়েছে গোটা অঞ্চল। পাহাড় পাশাপাশি বরফ ছড়িয়ে রয়েএছ রাস্তার উপর। যার ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তবে তুষার পাত পেয়ে বেজায় খুশি এখানে ঘুরতে আসা পর্যটকরা। বরফ নিয়ে খেলরা মাঝে চলছে দেদার সেলফি তোলা। 
 

Share this Video

হিমাচলপ্রদেশ মানেই ছবির মত সুন্দর এক জায়গা। এখানকার পাহাড়ি শহরগুলির গুলির সৌন্দর্য্যের টানে প্রতিবছর আসেন বহু পর্যটক। এবার শীতের মরশুম শুরু না হতেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে হিমাচলের পার্বত্য এলাকায়। ইতিমধ্যে বরফে ঢেকেছে রোটাং পাস। এবার পালা লাহুল ও স্পিতির। ইতমধ্যে দুধ সাদা বরফে ঢেকে গিয়েছে গোটা অঞ্চল। পাহাড় পাশাপাশি বরফ ছড়িয়ে রয়েএছ রাস্তার উপর। যার ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তবে তুষার পাত পেয়ে বেজায় খুশি এখানে ঘুরতে আসা পর্যটকরা। বরফ নিয়ে খেলরা মাঝে চলছে দেদার সেলফি তোলা। 

Related Video