'বিজেপি যা বলেছে কিছুই হয়নি', যোগী সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ গুর্জর নেতা-র

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অবতার সিং ভাদানা। কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে আরএলডি-তে যোগ দেন তিনি। এই অবতার সিং ভাদানা একজন শক্তিশালী গুর্জর নেতা। ফেব্রুয়ারি মাসেই ভোট রয়েছে উত্তরপ্রদেশে। 

Share this Video

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অবতার সিং ভাদানা। কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে আরএলডি-তে যোগ দেন তিনি। এই অবতার সিং ভাদানা একজন শক্তিশালী গুর্জর নেতা। গত বুধবার, কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে জয়ন্ত চৌধুরীর হাত ধরে রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি-তে যোগ দিয়েছেন শক্তিশালী গুর্জর নেতা অবতার সিং ভাদানা। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই ভোট রয়েছে উত্তরপ্রদেশে। মোট ৭ দফায় ভোট রয়েছে সেখানে। ভোটের আগেই মুখোমুখি সাক্ষাৎকারে অবতার সিং ভাদানা। নির্বাচনের ঠিক আগে যোগী সরকারকে চূড়ান্ত কটাক্ষ। কটাক্ষ করলেন গুর্জর নেতা অবতার সিং ভাদানা। 'বিজেপি যা বলেছে তার কিছুই হয়নি' কটাক্ষ অবতার সিং-এর। তিনি এও বলেন গত ২-৩ বছর ধরে তিনি বিজেপি সরকারের অধীনেই কাজ করার চেষ্টা করেছেন। বিকাশের কথা শুনে গুর্জর সমাজও তাদের দুহাত ভরে ভোট দিয়েছিল। কিন্তু, তারা কোনও প্রতিশ্রুতি রাখেনি। জেওয়ারে বিমানবন্দরের মডেল বলে, চিনের বিমানবন্দরের ছবি দেখানো হয়েছে, এমনই নানান কথা বলে বিজেপিকে আক্রমণ শানালেন তিনি। 

Related Video