নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এবার উত্তাল দিল্লি
নাগরিকত্ব বিল নিয়ে এবার উত্তাল দিল্লি
রবিবার দক্ষিণ দিল্লিতে এই আইনের প্রতিবাদে আন্দোলনের ডাক
জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নামে পথে
পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে দাবি পড়ুয়াদের
নাগরিকত্ব বিল নিয়ে এবার উত্তাল দিল্লি। রবিবার দক্ষিণ দিল্লিতে এই আইনের প্রতিবাদে আন্দোলনের ডাক দেয় জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে দাবি পড়ুয়াদের। প্রাথমিকভাবে এই বিক্ষোভ আটকাতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ছাত্রদের পিছু হটানোর জন্য ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। পুলিশের উপস্থিতি প্রথমে পরিস্থিতি খানিকটা কবলে এলেও, পড়ুয়ারা আবারও প্রতিবাদে পথে নামে। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি। ঘটনার জেরে বন্ধ দিল্লি-মথুরা হাইওয়ে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিরান হায়দার এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। তাঁর মতে তিনি চিন্তিত ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে। সকলকে দ্রুতে ক্যাম্পাসে ফিরে যাওার নির্দেশও দেন এদিন তিনি।