বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ
পুরসভার পানীয় জল দিয়ে অবৈধভাবে হচ্ছিল মাছের ব্যবসা। প্রায় ১৫ টি পাকা চৌবাচ্চা করে মাছের ব্যবসা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন হুগলি চুঁচুড়া পুরসভার জল দফতরের আধিকারিকেরা। ঘটনাটি ঘটেছে ২ নম্বর কাপাসডাঙার নিউ জিএস কলোনিতে।
পুরসভার পানীয় জল দিয়ে অবৈধভাবে হচ্ছিল মাছের ব্যবসা। প্রায় ১৫ টি পাকা চৌবাচ্চা করে মাছের ব্যবসা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন হুগলি চুঁচুড়া পুরসভার জল দফতরের আধিকারিকেরা। ঘটনাটি ঘটেছে ২ নম্বর কাপাসডাঙার নিউ জিএস কলোনিতে। অভিযোগ দুটি প্লটে মোট তিনটি জলের লাই এর সংযোগ রয়েছে। এর পাশাপাশি ভাড়াটিয়ার নামে একটি বিনামূল্যের লাইনও নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির দাবি অনুমতি লাগে তিনি জানতেন না। জল দফতরের আধিকারিকদের দাবি সম্পূর্ণ বেআইনি ভাবে জল ব্যবহার করছেন অভিযুক্ত ব্যক্তি।