হিরে বাঁধানো প্রধানমন্ত্রী, ডায়মন্ড অফ ইন্ডিয়ার ম্যাপে জ্বলজ্বল করছেন মোদী


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অতি পছন্দের ব্যক্তিত্ব। তাই নিজের প্রিয় নেতাকে  হিরে দিয়ে খোদাই করলেন গুজরাতের সুরাটের এক ব্যবসায়ী। ১৯৯৮ সালে ৩ ক্যারেটের একটি হিরে কিনেছিলেন শিল্পপতি আকাশ সালিয়ার কাকা। সেই হিরেকেই ভারতের মানচিত্রের আকারে শেপ দেন আকাশ। ডায়মন্ড অফ ইন্ডায়তেই এবার তিনি ফুটিয়ে  তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি।

Share this Video

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অতি পছন্দের ব্যক্তিত্ব। তাই নিজের প্রিয় নেতাকে হিরে দিয়ে খোদাই করলেন গুজরাতের সুরাটের এক ব্যবসায়ী। ১৯৯৮ সালে ৩ ক্যারেটের একটি হিরে কিনেছিলেন শিল্পপতি আকাশ সালিয়ার কাকা। সেই হিরেকেই ভারতের মানচিত্রের আকারে শেপ দেন আকাশ। ডায়মন্ড অফ ইন্ডায়তেই এবার তিনি ফুটিয়ে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি। গত দুমাস ধরে প্রতিদিন ৫ ঘণ্টা করে কাজ করে ভারতের আকৃতির হিরেটিতে খোদাই করা হয়েছে নরেন্দ্র মোদী মুখ। নিজের প্রিয় নেতাকেই এই অন্য হিরে এবার উপহার দিতে চান আকাশ।

Related Video