বিড়ালের ক্যাটওয়াকে মাত হল দর্শকরা, অভিনব আয়োজন কোয়েম্বাটোরে
তামিলনাড়ুতে প্রথমবার আয়োজন করা হয়েছিল ক্যাট শোর। কোয়েম্বাটোরের ক্যাটারি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই ক্যাট শোর। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ক্যাট ফেডারেশন এবং অ্যালায়েন্স অফ ক্যাট ফ্যানাসিয়ার্সের মত সংস্থাও। ১৫০টিরও বেশি পোষ্য বিড়াল অংশ নিয়েছিল এই ক্যাট শোয়। যাদের মধ্যে ছিল পার্সিয়ান, ব্রিটিশ শর্ট হেয়ার, বেঙ্গল ক্যাট সহ ২০টি বিভিন্ন প্রজাতির বিড়াল। বিড়ালপ্রেমীরা এই ধরণের ক্যাট শোয় এসে ভীষণ খুশি।
তামিলনাড়ুতে প্রথমবার আয়োজন করা হয়েছিল ক্যাট শোর। কোয়েম্বাটোরের ক্যাটারি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই ক্যাট শোর। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ক্যাট ফেডারেশন এবং অ্যালায়েন্স অফ ক্যাট ফ্যানাসিয়ার্সের মত সংস্থাও। ১৫০টিরও বেশি পোষ্য বিড়াল অংশ নিয়েছিল এই ক্যাট শোয়। যাদের মধ্যে ছিল পার্সিয়ান, ব্রিটিশ শর্ট হেয়ার, বেঙ্গল ক্যাট সহ ২০টি বিভিন্ন প্রজাতির বিড়াল। বিড়ালপ্রেমীরা এই ধরণের ক্যাট শোয় এসে ভীষণ খুশি।