প্রধানমন্ত্রীর 'ভিশন ফর ইন্ডিয়া'-র প্রশংসায় রতন টাটা, বাদ দিলেন না অমিত শাহকেও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভিসন ফর ইন্ডিয়া'-র উদত্ত কন্ঠে প্রশংসা শোনা গেল টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কন্ঠে। পাশাপাশি দেশকে শক্তিশালী করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে ভূমিকারও ভূয়সী প্রশংসা করলেন তিনি। 

/ Updated: Jan 18 2020, 12:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভিসন ফর ইন্ডিয়া'-র উদত্ত কন্ঠে প্রশংসা শোনা গেল টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কন্ঠে। পাশাপাশি দেশকে শক্তিশালী করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে ভূমিকারও ভূয়সী প্রশংসা করলেন তিনি। 

গান্ধীনগরে ইনস্টিটিউট অফ স্কিলের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন রতন টাটা। পাশাপাশি  দেশবাসীর কাছে  সরকারের পাশে থাকার আহ্বান জানান। 

উল্লেখযোগ্য বিষয়টি হল, কেন্দ্রের সঙ্গে যৌথ অংশীদারিত্বে গান্ধীনগরে  আইআইএস স্থাপন করছে টাটা গ্রুপ।  মহৎ উদ্দেশ্যে নির্মিত এই  ইনস্টিটিউটের মধ্যেই এটাই শেষতম। এর আগে কানপুর এবং মুম্বইতে ২০১৬ এবং ২০১৯ সালে এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।  গুজরাতে ২০ একর জায়গার উপর তৈরি হবে এই ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এরআগে আইআইএস কানপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এই শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য হল দেশে কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তির সংখ্যা বাড়ানো। আইআইএসে প্রশিক্ষিত ছাত্র- ছাত্রীরা আগামী দিনে প্রতিরক্ষা, মহাকাশ,প্রাকৃতিক গ্যাসের মত ক্ষেত্রে প্রযুক্তিগত পরিষেবা প্রদান করতে পারবে।