তুষারস্নাত হিমাচল, চলছে রাস্তা পরিষ্কারের কাজ, দেখুন সেই ভিডিও
বেশ কয়েকদিন ধরেই হিমাচলে চলছে তুষারপাত। যার জেরে দৈনন্দিন জীবন ব্যাহত হয়ে গিয়েছে। পর্যটকরা বিপাকে পড়ছেন। হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র রোটাং পাস।
বেশ কয়েকদিন ধরেই হিমাচলে চলছে তুষারপাত। যার জেরে দৈনন্দিন জীবন ব্যাহত হয়ে গিয়েছে। পর্যটকরা বিপাকে পড়ছেন। হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র রোটাং পাস। কয়েকদিন টানা তুষারপাতের জেরে সেখানে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পর্যটকদের হতাশ মুখে ফিরতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রোটাংপাসে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ফলে ফের পর্যটকরা রোটাং পাসে যেতে পারবেন। রোটাং পাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমেছে। রোটাং পাসের সর্বনিম্ন তাপমাত্রা -২ ডিগ্রি সেলসিয়াস।