বাঘের হাতে বেঘোরে মারা পড়ল বাঘিনী, হাড় হিম করা ঘটনা বায়োলজিক্যাল পার্কে


অবাক কাণ্ড রাজস্থানের উদয়পুরের সজ্জনগড় বায়োলিজক্যাল পার্কে। বেড়া ভেঙে ঢুকে এক বাঘিনীর উপর হামলা চালিয়ে তাকে মেরে ফেলল পূর্ণবয়স্ক একটি বাঘ। 

/ Updated: Jan 04 2020, 04:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


অবাক কাণ্ড রাজস্থানের উদয়পুরের সজ্জনগড় বায়োলিজক্যাল পার্কে। বেড়া ভেঙে ঢুকে এক বাঘিনীর উপর হামলা চালিয়ে তাকে মেরে ফেলল পূর্ণবয়স্ক একটি বাঘ। 

সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে তখনও উপস্থিত রয়েছেন দর্শকরা। তখনই বাঘেদের আস্তানার ডিসপ্লে সেকশনে নিজের ডেরার বেড়া ভেঙে বাঘিনীর আস্তানায় ঢুকে পড়ে বাঘটি। এরপরেই বাঘিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে ১২ বছরের কুমার নামের বাঘটি। কেয়ারটেকার হৈচৈ করে লড়াই থামানোর চেষ্টা করলেও পিঠু হঠেনি বাঘটি। হামলায় গুরুতর জখম হয় ১৫ বছরের দামিনী নামের বাঘিনীটি। মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলা কামড়ে থাকে কুমার।

বাঘিনীর দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে। ম্যাঙ্গালোরের পিল্লিকুলা চিড়িয়াখানা থেকে কুমারকে সজ্জনগড় জুলজিক্যাল পার্কে আনা হয়েছিল ২০১৭ সালে। অন্যদিকে রাজীব গান্ধী চিড়িয়াখানা থেকে দামিনীকে আনা হয়েছিল ২০১৫ সালে।