শীত পড়তেই পর্যটকদের ভিড় শুরু কোভালম সৈকতে, সেজে উঠেছে ঈশ্বরের নিজের দেশ

শীত মরশুম আসতেই পর্যটকদের ভিড় শুরু হয়ে গিয়েছে  ঈশ্বরের আপন দেশ হিসাবে পরিচিত কেরলে। কোভালম সৈকতে এখন দেশি-বিদেশি পর্যটকদের ভিড়। গতবছর  ভয়ঙ্কর বন্যার কারণে তিরুবন্তপুরম জেলার ব্যাপক ক্ষতি হয়েছিল। এবার পর্যটনের মরশুমে পরিস্থিতি অনুকূল থাকবে বলেই আশা করছে কেরল সরকার। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কেরল ঘোরার পক্ষে আদর্শ। এই সময় কোভালম সৈকতে ছুটি কাটাতে আসেন বহু বিদেশি পর্যটকরাও। এদের মধ্যে, ব্রিটিশ, রাশিয়ান , জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।

/ Updated: Nov 28 2019, 11:24 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শীত মরশুম আসতেই পর্যটকদের ভিড় শুরু হয়ে গিয়েছে  ঈশ্বরের আপন দেশ হিসাবে পরিচিত কেরলে। কোভালম সৈকতে এখন দেশি-বিদেশি পর্যটকদের ভিড়। গতবছর  ভয়ঙ্কর বন্যার কারণে তিরুবন্তপুরম জেলার ব্যাপক ক্ষতি হয়েছিল। এবার পর্যটনের মরশুমে পরিস্থিতি অনুকূল থাকবে বলেই আশা করছে কেরল সরকার। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কেরল ঘোরার পক্ষে আদর্শ। এই সময় কোভালম সৈকতে ছুটি কাটাতে আসেন বহু বিদেশি পর্যটকরাও। এদের মধ্যে, ব্রিটিশ, রাশিয়ান , জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।