নদী না বাথটাব, যমুনার বুক জুড়ে শুধু ফেনা আর ফেনা, কিন্তু এই জলে নামলেই বিপদ

না এটা কোনও হিমশৈলের ছবি নয়, এহল হল যমুনা নদী। সেই যমুনা নদী যেখানে কালিয় দমন করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই পবিত্র যুমনাই এখন হয়ে উঠেছে দেশএর সবচেয়ে দূষিত নদীগুলির মধ্যে একটি। রাজধানী দিল্লির ১৯টি নালার জল এসে এই নদীতে মেলে, যার ফলে ক্রমেই বাড়ছে দূষণের মাত্রা। এরব মধ্যে চলতি বছর দীপাবলির সময় দিল্লির মারাত্মক দূষণ আরও প্রভাব ফেলেছ যমুনা নদীতে। দিগন্তবিস্তৃত নদীতে ছড়িয়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ সাদা ফেনা। মাঝে মাঝে দেখা মিলছে জলের। এই সাদা ফেনায় ভরা নদীতেই এবার ছুটপুজো হয়েছে। যার জেরে আরও কিছুটা দূষিত হয়েছে যমুনার জল। 

/ Updated: Nov 07 2019, 02:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

না এটা কোনও হিমশৈলের ছবি নয়, এহল হল যমুনা নদী। সেই যমুনা নদী যেখানে কালিয় দমন করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই পবিত্র যুমনাই এখন হয়ে উঠেছে দেশএর সবচেয়ে দূষিত নদীগুলির মধ্যে একটি। রাজধানী দিল্লির ১৯টি নালার জল এসে এই নদীতে মেলে, যার ফলে ক্রমেই বাড়ছে দূষণের মাত্রা। এরব মধ্যে চলতি বছর দীপাবলির সময় দিল্লির মারাত্মক দূষণ আরও প্রভাব ফেলেছ যমুনা নদীতে। দিগন্তবিস্তৃত নদীতে ছড়িয়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ সাদা ফেনা। মাঝে মাঝে দেখা মিলছে জলের। এই সাদা ফেনায় ভরা নদীতেই এবার ছুটপুজো হয়েছে। যার জেরে আরও কিছুটা দূষিত হয়েছে যমুনার জল।