তুলির টানে লখনউয়ের ভোলবদল, নতুন রূপে হাজির নবাবনগরী

লখনউ মানেই আভিজাত্য, নবাবী সব ইতিহাস। সেই লখনইয়ের শহরের সৌন্দর্য্যয়নে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরসভা। রাঙিয়ে তোলা হচ্ছে শহরের গাছগুলি। 

/ Updated: Oct 22 2019, 07:03 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লখনউ মানেই আভিজাত্য, নবাবী সব ইতিহাস। সেই লখনইয়ের শহরের সৌন্দর্য্যয়নে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরসভা। রাঙিয়ে তোলা হচ্ছে শহরের গাছগুলি। ইতিমধ্যে গোমতী নগরের রাজীব গান্ধী ওয়ার্ডের পুরে চিত্রটাই বদলে দেওয়া হয়েছে। তুলির টানে শিল্পীর গাছের গায়ে ফুটিয়ে তুলছেন কখনও জনপ্রিয় কার্টুন চরিত্র, কখনও আবার সামাজিক বার্তা দেওয়া হচ্ছে, যেমন গাছ বাঁচান। গাছগুলির যাতে কোনও ক্ষতি না হয় সেকরাণে রাসায়নিক রঙের ব্যবহার করা হচ্ছে না। শহরের দেওয়ালগুলিও সেজে উঠছে তুলির টানে। যেখানে ফুটিয়ে তোলা হচ্ছে  লখনউয়ের ইতিহাস।