UP Elections 2022: ‘ইউপি মে কেয়া বা’, বিজেপিকে কটাক্ষ করে নেহার গান, শোনালেন সাক্ষাৎকারের মাঝেই

বিজেপির প্রশংসা করে ভোজপুরীতে গান গেয়েছিলেন রবি কিষাণ। ‘ইউপি মে সব বা’ নিজেই লিখেছিলেন তিনি এই গান। এই গান গেয়ে প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। এই গানেরই পাল্টা জবাব দিয়ে গান গেয়েছিলেন নেহা  সিং রাঠোর।

/ Updated: Jan 18 2022, 08:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তরপ্রদেশে বেজে গিয়েছে ভোটের দামামা। আগামী মাসেই রযয়েছে উত্তরপ্রদেশ নির্বাচন। জোর কদমে চলছে এখন তারই প্রস্তুতি। উত্তরপ্রদেশের যোগী সরকার এবং বিজেপির প্রশংসা করে ভোজপুরীতে গান গেয়েছিলেন রবি কিষাণ। ‘ইউপি মে সব বা’ নিজেই লিখেছিলেন তিনি এই গান। এই গান গেয়ে প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। বিজেপির থেকে বিশেষ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এই গানেরই পাল্টা জবাব দিয়ে গান গেয়েছিলেন নেহা  সিং রাঠোর। ‘ইউপি মে কেয়া বা’ এই গানে গেয়ে বিজেপিকে কটাক্ষ করতে শোনা গিয়েছে তাঁকে। গানের মধ্যে দিয়ে উত্তরপ্রদেশ নিয়ে যোগী সরকারকে প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি। এশিয়ানেটের মুখোমুখি হয়েছিলেন ভোজপুরী সঙ্গীতশিল্পী নেহা সিং রাঠোর। মুখোমুখি সাক্ষাৎকারের মাঝেই শোনালেন দু'কলি গানও। তাঁর এই গান এখন রীতিমত ভাইরাল সেই গানেরই দু'কলি গেয়ে শোনান তিনি। নেহা সিং রাঠোর একজন সাধারণ মেয়ে, বললেন নেহা নিজেই।