অঙ্কিতা মামলায় উত্তাল উত্তরাখণ্ড, উত্তেজিত জনতা ভাঙচুর করে আগুন লাগায় রিসর্টে
বিজেপি নেতার ছেলের রিসর্টে কর্মরত ছিলেন অঙ্কিতা , ১৮ সেপ্টেম্বর রাত থেকেই নিখোঁজ হয়ে যান, খাল থেকে উদ্ধার হয় বছর ১৯ এর অঙ্কিতার দেহ, তারপরই উত্তেজিত জনতা ভাঙচুর করে রিসর্টে
জ্বলছে রিসোর্ট। আর এই আগুন এক অসহার তরুণীর হত্যার প্রতিবাদ। এমনই বলছেন পারুই জেলার এই এলাকার বাসিন্দারা। এই জ্বলতে থাকা রিসোর্ট ভানাতারাতেই কাজ করতেন অঙ্কিতা। মাত্র ১৯ বছরের তরুণী অঙ্কিতার দেহ ঋষিকেশের চিল্লা ক্যানেল থেকে শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অশোক কুমার জানিয়েছেন, অঙ্কিতাকে দিয়ে যৌন বিনোদন এবং যৌন সম্পর্ক তৈরির জন্য চাপ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এমনকি তদন্তেও এর ইঙ্গিত মিলেছে। রিসোর্টের অতিথিদের-কে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু, অঙ্কিতা এতে কোনওভাবে রাজি ছিল না। যৌন অত্যাচারের কারণেই শুধুমাত্র হত্যা না আরও অন্য কোনও বৃহৎ বিষয় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশি তদন্তে জানা গিয়েছে, অঙ্কিতা এবং তাঁর বন্ধু দীপ পুশপ-এর মধ্যে চলা কিছু হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ এবং রেকর্ড থাকা অডিও কলিং-এর মধ্যে দিয়ে অপরাধের সন্ধান পায়। এই মেসেজ এবং কলিং-এর ভিত্তিতে ভানতারা রিসোর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর এবং সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্তাকে জেরা করা পুলিশ। জেরাতেই দুই জনে ভেঙে পড়ে অঙ্কিতাকে খুন করার কথা স্বীকার করে নেয় বলে দাবি পুলিশের। আর সেই ভিত্তিতে চিল্লার ক্যানেলেও তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। রিসোর্টের দুই কর্মীর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় পুলকিত আর্য্যকেও।