বহু বছরের অপেক্ষার অবসান, রায় ঘোষণা বাবরি মসজিদ ধ্বংস মামলার
- প্রায় তিন দশক ধরে চলেছে বাবরি মসজিদ ধ্বংস মামলা
- অবশেষে রায় ঘোষণা হল সেই মামলার
- বুধবারে বেকসুর খালাস পেয়েছেন বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট অভিযুক্তরা
- এক নজরে দেখে নিন বাবরি মসজিদ ধ্বংস মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য
প্রায় তিন দশক ধরে চলেছে বাবরি মসজিদ ধ্বংস মামলা। সেই বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ই ঘোষণা হল বুধবারে। বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট অভিযুক্ত ছিলেন ৪৯ জন। যার মধ্যে এখন মারা গিয়েছেন অনেকেই। অভিযুক্তদের মধ্যে জীবিত আছেন ৩২ জন। তারা সবাই বেকাসুর খালাস পেলেন এই মামলায়। এই মামলায় খালাস পেয়েছেন যারা তাদের মধ্যে আছেন মুরলি মনোহর জোশী, উমা ভারতী, কল্যাণ সিং প্রমুখ। বেকসুর খালাস পেয়েই রায়কে ঐতিহাসিক বললেন মুরলি মনোহর জোশী। অন্যাদিকে, লালকৃষ্ণ আডবাণী বলেছেন 'আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, স্পেশাল কোর্ট যেভাবে রায় দিয়েছে তাতে আমাদের খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।' এছাড়াও বেকসুর খালাস পেয়েই কংগ্রেসকে আক্রমণ সাক্ষী মহারাজের, বললেন 'কংগ্রেসের চক্রান্তেই ফেঁসেছিলাম, অবশেষে সত্যের জয় হয়েছে'।