ভাইরাল ভিডিও: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আবাসিক এলাকায় কুমির
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের শিবকুটি পাড়ার একটি আবাসিক এলাকায় একটি কুমির ঢুকে পড়ে, বন কর্মকর্তারা আবাসিক এলাকা থেকে সরীসৃপটিকে সরানোর চেষ্টা করছেন, ভিডিও ভাইরাল
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চারিদিকে জলমগ্ন | আর সেই সময় একটি কুমির আবাসিক এলাকায় চলে আসে | স্থানীয়রা পুলিশ ও বন বিভাগকে খবর দেয় হয় | বন কর্মকর্তারা আবাসিক এলাকা থেকে সরীসৃপটিকে সরানোর চেষ্টা করেন | আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় | যদিও অনেক কসরত করে কুমির টিকে সরানো হয় |