UP elections 2022: প্রার্থী হওয়ার টিকিট না মেলায় চোখে জল আরশাদ রানা-র, ভিডিও ভাইরাল

প্রার্থী হওয়ার টিকিট না মেলায় কান্নায় ভেঙে পড়লেন এক ব্যক্তি। আরশাদ রানা নামে এই ব্যক্তির কান্নার ভিডিও এখন ভাইরাল। প্রার্থীপদ না পেয়ে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানা গিয়েছে এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থানায়। প্রার্থীপদ না পেয়ে সেখানে নালিশ করতে যান ওই ব্যক্তি।

/ Updated: Jan 14 2022, 07:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রার্থী হওয়ার টিকিট মেলেনি। আর সেই দুঃখে কান্নায় ভেঙে পড়লেন এক ব্যক্তি। আরশাদ রানা নামে এই ব্যক্তির কান্নার ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। প্রার্থীপদ না পেয়ে কেউ প্রকাশ্যে এভাবে কান্নায় ভেঙে পড়তে পারে! ভিডিও না দেখলে ঠাহর করাটাই দায়। জানা গিয়েছে এই ঘটনা উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের থানায়। প্রার্থীপদ না পেয়ে সেখানে নালিশ করতে এসেছিলেন রানা। তিনি মায়াবতীর বহুজন সমাজ পার্টির নেতা। রানার দাবি, ২ বছর আগে ছত্তরওয়াল আসনে তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলের তরফে। সেই মোতাবেক গত ২ বছর ধরে ছত্তরওয়ালে কাজও করেছেন। ভোটের দিনক্ষণ ঘোষণা হতে হোর্ডিংও টাঙিয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রানার। আ.র সেই জন্য থানায় এসে প্রতারণার অভিযোগ করে গিয়েছেন। আর এই সময়ই তিনি কান্নায় ভেঙে পড়েন। আরশাদ রানা যেতে যেতে এমন হুমকিও দিয়েছেন যে যদি বিচার না পান তাহলে প্রকাশ্য রাস্তায় তিনি আত্মহুতি দেবেন। এক সিনিয়র পার্টি লিডারের বিরুদ্ধে ৬৭ লক্ষ টাকার ঘুষ নেওয়ার প্রস্তাবেরও অভিযোগ এনেছেন রানা। প্রার্থীপদ না পেলে কী হয় তা কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল। পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে আগুন লাগিয়ে দেওয়া, অন্য দলে চলে যাওয়া, দলের সাংসদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা। সে সময় সবই সকলের চোখের সামনে এসেছে। উত্তরপ্রদেশে ভোটেও প্রার্থী পদ না পাওয়ায় আরশাদ রানার এই নয়ন জলে ভেসে পড়াটাও বুঝিয়ে দেয় ভারতবর্ষে ভোট মানে সত্যি সত্যি ডান্স অফ ডেমোক্র্যাসি।