ভারতীয় সেনাদের বিশেষ গান, ভিডিও ভাইরাল
একদল ভারতীয় সেনা গান ধরেছেন। নিজেদের মধ্যে তাঁরা গান গাইছেন। ভারতীয় সেনা দলের বিশেষ গান বদ্রি বিশাল লাল কী জয়, এই গানই গাইতে শোনা গিয়েছে তাঁদের এই ভিডিওতে। মনের জোড় বাড়াতেই তাঁদের এই বিশেষ গান। গাড়োয়াল রেজিমেন্টের সৈনিকদের এই গানের ভিডিও প্রকাশ্যে আসতেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সবাই মিলে এক জোট হয়ে একসঙ্গে মিলে তাঁরা এই গানটি গাইছেন, এমনটাই দেখা গিয়েছে ভিডিওটিতে।
একদল ভারতীয় সেনা গান ধরেছেন। নিজেদের মধ্যে তাঁরা গান গাইছেন। ভারতীয় সেনা দলের বিশেষ গান বদ্রি বিশাল লাল কী জয়, এই গানই গাইতে শোনা গিয়েছে তাঁদের এই ভিডিওতে। মনের জোড় বাড়াতেই তাঁদের এই বিশেষ গান। গাড়োয়াল রেজিমেন্টের সৈনিকদের এই গানের ভিডিও প্রকাশ্যে আসতেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সবাই মিলে এক জোট হয়ে একসঙ্গে মিলে তাঁরা এই গানটি গাইছেন, এমনটাই দেখা গিয়েছে ভিডিওটিতে।