বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় পুশ আপ আইটিবিপি-র এক জওয়ান-এর, ভিডিও ভাইরাল
বরফ আবৃত পাহাড়ের চূড়ায় পুশ আপ। আইটিবিপি-র এক জওয়ান-এর ভিডিও এখন ভাইরাল। ১৭,৫০০ ফুট উচ্চতায়, মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রা। কনকনে ঠান্ডার মাঝেই শরীরচর্চায় মগ্ন রতন সিং সোনাল। কখনও আবার সঙ্গীদের নিয়ে ট্রেকিং করতে দেখা যাচ্ছে তাঁকে।
বরফ আবৃত পাহাড়ের চূড়ায় পুশ আপ। আইটিবিপি-র এক জওয়ান-এর ভিডিও এখন ভাইরাল। ১৭,৫০০ ফুট উচ্চতায়, মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রা। কনকনে ঠান্ডার মাঝেই শরীরচর্চায় মগ্ন রতন সিং সোনাল। কখনও আবার সঙ্গীদের নিয়ে ট্রেকিং করতে দেখা যাচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ার হাত উঠে এসেছে সেই ছবিও। সোশ্যাল মিডিয়ার হাত ধরে হামেশাই আইটিবিপি-র নানান ভিডিও উঠে আসে। এর আগেও তাঁদের নানান ভিডিও উঠে এসেছে, যেখানে দেখা গিয়েছে তাঁরা দেশকে রক্ষা করতে কতটা পরিশ্রম করে। প্রজাতন্ত্র দিবসেও বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় তাঁদের পতাকা উত্তলন করতে দেখা গিয়েছে। এবার আরও এক রোমহর্ষক ভিডিও সামনে আনল আইটিবিপি। যেখানে বরফ আবৃত পাহাড়ের চূড়ায় পুশ আপ করতে দেখা গিয়েছে আইটিবিপি-র এক জওয়ান রতন সিং সোনালকে। শুধু তাই নয় একটানা পুশ আপ করতে দেখা গিয়েছে। টানা ৬০ পুশ আপ তিনি করেছেন বলে জানা গিয়েছে।