Asianet News BanglaAsianet News Bangla

প্রৌঢ়ার সঙ্গে চিতা বাঘের 'মরণ-বাঁচন' লড়াই, ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল

Sep 30, 2021, 2:55 PM IST

মুম্বইয়ে আচমকা চিতার হানা (leopard attack)। মুম্বইয়ের (Mumbai) আরের ভিসাভা ওয়ার্কার্স কলোনিতে ঘটে এই ঘটনা। প্রৌঢ়ার উপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে একটি চিতা বাঘ। এই নিয়ে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটল সেখানে। বুধবার সন্ধ্যা ৭.৪৫ মিনিট নাগাদ সেখানে ঘটনাটি ঘটে। বাড়ির সামনের বারন্দায় বসে ছিলেন এক প্রৌঢ়ার। আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। ভয় না পেয়ে ওয়াকিং স্টিক উঁচিয়ে ধরেন প্রৌঢ়া। এরপরেই বাঘটি সেখান থেকে পালিয়ে যায়। সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার মুহূর্তের ভিডিও। এই ভিডিওটি প্রাকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বারবার এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেখানে। 

Video Top Stories