সিএএ নিয়ে উত্তাল দেশ, বিনিয়োগ কমাচ্ছে পশ্চিমের প্রথম সারির আর্থিক সংস্থাগুলি

নাগরিকত্ব আইন নিয়ে উত্তেজনা এবং কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমের আর্থিকভাবে সমৃদ্ধশীল সংস্থাগুলি আর্থিক দিক থেকে  ভারত সরকারের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। 

/ Updated: Jan 17 2020, 11:27 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নাগরিকত্ব আইন নিয়ে উত্তেজনা এবং কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমের আর্থিকভাবে সমৃদ্ধশীল সংস্থাগুলি আর্থিক দিক থেকে  ভারত সরকারের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। 

লেগ ম্যাসন ইনক নামের একটি বিনিয়োগ সংস্থা মালয়েশিয়া এবং চিনে ৪৫৩ বিলিয়ন ডলার বিনিযোগ করেছে, যার প্রধান জাপানের প্রাক্তন নাগরিক ডেসমন্ড সুন।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জয়ী হওয়ার পর অর্থনৈতিক বাজার চাঙ্গা হয়েছিল, কিন্তু নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ভারতে গত তিনমাসে বৈদেশিক ঋণের পরিমাণ নিচে নেমে গেছে। 

গত বছরে পাঁচবার সুদের হার হ্রাস করা সত্ত্বেও, গত দশ বছরে  ভারতে বন্ডের পরিমান এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৬.৬৬ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাজারকে চাঙ্গা করার চেষ্টা চালালেও গতবছরে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পৌঁছেছে। গত এক দশকে ভারতের অর্থনীতি সবচেয়ে শ্লথ অবস্থায় রয়েছে।